মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভী বাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামের সাধক স্বর্গীয় সর্বানন্দ দাসের বাড়িতে পালিত হয়ে আসছে ব্যতিক্রম লাল বর্ণের দেবী দুর্গার পূজা। পাঁচগাঁও গ্রামের দুর্গাপূজা দেশের অন্য সব জায়গার চেয়ে আলাদা। কারণ এখানকার দেবী লাল রংয়ের হয়। বৃহত্তর সিলেট ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি ভারত থেকেও প্রচুর ভক্ত আসেন এই পূজা মণ্ডপে। পূজার সপ্তমী […]
রাজনগরে লাল রঙের দেবী, যে দুর্গা দেশের কোথাও নেই
