• এপ্রিল ১৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 729
ছাতকে অকারণে বাইরে গেলেই, নেওয়া হবে করোনা আক্রান্তের সেবায়

ছাতক প্রতিনিধিঃ সংক্রামক মরনব্যধি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে শক্ত অবস্থানে যাচ্ছে সুনামগঞ্জের ছাতকে প্রশাসন।

কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করলেই করোনা আক্রান্ত রোগীর দাফন/ সংস্কার বা সেবায় নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।

সংক্রামক মরনব্যধি করোনা ভাইরাসের (কভিড-১৯) বিস্তার ঠেকাতে অযথা বাহিরে ঘুরাঘুরি বন্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, মহামারি এই রোগের সংক্রমণ রোধে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এটি প্রতিহত করতে হবে।