• এপ্রিল ২২, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 591
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিকৃবি’র একদিনের বেতন প্রদান

নিউজ ডেস্কঃ আর্থিক অনুদান হিসেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। যা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সহযোগী ভূমিকা পালন করবে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একদিনের বেতন বাবদ ৭,১২,৮১৫ টাকার চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। জেলা প্রশাসকের পক্ষে চেকটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।

এ ব্যাপারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রকোপের প্রভাব দেশের দৈনন্দিন খেটে খাওয়া মানুষের উপর পড়তে শুরু করেছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে যে দায়বদ্ধতা আছে সে জায়গা থেকেই তারা মানুষের পাশে এগিয়ে এসেছেন। তাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক হস্তান্তরের সময় বদরুল ইসলাম শোয়েব জানান, এর আগেও বিভিন্ন মানবিক কার্যক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সম্পৃক্ত ছিল। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আর্থিক অনুদান হিসাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। ইউজিসির আহবানে একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভবিষ্যতেও এ ধরণের পদক্ষেপ অব্যাহত থাকবে।

চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাদের জিলান ও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিশ্বজিত দেব।