• এপ্রিল ২৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 918
সিলেটে নতুন করে আরও ৬ জন করোনা সনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন করে আরও ৬ জনকে সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলার ৪ জন ও সুনামগঞ্জ জেলার ২ জন।

হবিগঞ্জের নতুন শনাক্ত হওয়া চারজনের নমুনা পরীক্ষা করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে। এছাড়া সুনামগঞ্জে নতুন শনাক্ত হওয়া দুইজনের নমুনা পরীক্ষা করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করে জানান, এ চার জনের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, সদর উপজেলার ১ জন রয়েছেন। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ, তাদের বয়স ২৩ থেকে ৫০ এর মধ্যে। এ নিয়ে হবিগঞ্জে মোট আক্রান্ত ৫২ জন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার জানান, মঙ্গলবার পর্যন্ত ৫টি ধাপে এ উপজেলা থেকে মোট ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুইজন রোগীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এ নিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জনে দাঁড়ালো।

সিলেট বিভাগে আজকের নতুন ছয়জন মিলে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে।