• মে ২, ২০২০
  • শীর্ষ খবর
  • 794
বানিয়াচংয়ে সামাজিক দূরত্ব না মানায় ২৩ ব্যক্তিকে জরিমানা

বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানায় ২৩ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২ মে) বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার এর ভ্রাম্যমান আদালত বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে গিয়ে ২৩ জনকে এ দন্ডাদেশ প্রদান করেন।

বিনা কারণে বাইরে ঘুরা ফেরার কারনে এসব ব্যক্তিকে একশত থেকে পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার বলেন, বানিয়াচংবাসীকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সরকারের নির্দেশনানুযায়ি বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসার অনুরোধও তিনি জানান।