• মে ৭, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 648
শিক্ষার্থীদের আবাসন ভাড়া মওকুফের দাবিতে স্মারকলিপি

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ি ভাড়া, মেস ভাড়া মওকুফ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রেরণের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জেলা ছাত্র ইউনিয়ন।

জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি মনির হোসেন দুর্জয় ও সহ সাধারণ সম্পাদক নিমাই সরকার এই স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন জেলা নেজারত ডেপুটি কালেক্টর মো. সম্রাট হোসেন।

বৃহস্পতিবার (৭ মে) জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয় ও সাধারণ সম্পাদক আসাদ মনি এক যুক্ত বিবৃতিতে বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের মতো লকডাউনের কবলে পড়ে সুনামগঞ্জের শ্রমজীবী- নিম্নবিত্ত মানুষ না খেতে পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভালো নেই মধ্যবিত্ত পরিবারগুলো। যে সকল ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ে তারা বেশিরভাগই কৃষক, জেলে, নিম্নমধ্যবিত্ত- মধ্যবিত্ত ঘরের সন্তান। এ সকল শিক্ষার্থীরা টিউশন ও পার্ট টাইম চাকরি করে নিজেদের থাকার মেসভাড়া, বাসাভাড়া ও নিজেদের পড়ালেখার ব্যয়ভার বহন করে। অনেকে আবার টিউশন করে বাড়িতেও টাকা পাঠায়।

হঠাৎ করে লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে এসব ছাত্রদের বিপাকে পড়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজের কোনো ছাত্রাবাস না থাকায় ছাত্ররা শহরের বিভিন্ন মেসে, বডিংয়ে ও বাসাবাড়িতে রয়েছে। সেসব মেস, বডিং ও বাসার মালিকরা অব্যাহতভাবে বাড়ি ভাড়া, বডিং ভাড়া, মেস ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। করোনা ভাইরাসের পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। এ অবস্থা দীর্ঘদিন অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও চরম সংকটে নিমজ্জিত হবে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবাসন মালিকদের শিক্ষার্থীদের প্রতি নমনীয় আচরণ ও করোনা ভাইরাসের মহামারি শেষ না হওয়া পর্যন্ত আবাসন ভাড়া মওকুফের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ প্রদানের জোড় দাবি জানান।