• মে ১৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 511
আবারও বন্ধ হচ্ছে হকার্স ও হাসান মার্কেট

নিউজ ডেস্কঃ অবশেষে আবারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে সিলেটের হাসান মার্কেট ও হকার্স মার্কেট । আগামিকাল শুক্রবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের বর্তমান সময়ের আলোচিত এই দুটি মার্কেট।

হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সাড়া দিয়ে মার্কেট দুটির ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্টিত হয়। বিকেল ৩ টায় নগরভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসান মার্কেট ও হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা। এতে মেয়রের আহবানে সাড়া দিয়ে ও সিলেটের মানুষের কথা চিন্তা করে আগামিকাল শুক্রবার থেকে পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত তারা মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন।

উল্লেখ্য, করোনাভাইরাস ও লকডাউনের কারণে দেশের সকল দোকানপাট (নিত্যপ্রয়োজনীয় ব্যতিত ) বন্ধ রয়েছে এক মাসেরও বেশি সময় ধরে। গত ১০ মে থেকে ঈদের কেনাকাটা করার জন্য দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে এমন ঘোষনা দেয় সরকার। কিন্তু সিলেট নগরীর সকল ব্যবসায়ীরা করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদুল ফিতর উপলক্ষে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।