• মে ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 630
চাঁদ দেখা গেছে, কাল ঈদ

নিউজ ডেস্কঃ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (২৫ মে)।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে ঈদ উদযাপিত হবে। সংক্রমণ ঠেকাতে ঈদগাহ ময়দানে ঈদ জামাত আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে সরকার।

১৩ দফা শর্ত মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলছে ধর্ম মন্ত্রণালয়।

এসব শর্তে বলা হয়েছে, নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না, নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের, সবাইকে মাস্ক পরতে হবে, মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না, নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।