• জুন ৩, ২০২০
  • বিজ্ঞপ্তি
  • 443
চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায় তুর্ণা

নিউজ ডেস্কঃ করোনার এই ক্রান্তিকালে যখন পরিবারের সবাই আতঙ্কে দিন কাটাচ্ছেন, পরিবারের সুখ , হাসিখুশি যখন নিতান্তই ঐচ্ছিক বিষয় ঠিক তখনি তুর্ণার গোল্ডেন জিপিএ ৫ পাওয়া পরিবারে খুশির আনন্দ বয়ে আনে।

তুর্ণা তালুকদার মমি সিলেট শহরের মিরাবাজার এলাকার বাসিন্দা কৃপেষ তালুকদার (পেশায় একজন ফার্মাসিস্ট) ও সুচিস্মিতা তালুকদার (একজন গৃহিনী) এর ছোট মেয়ে। সে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবারের পরীক্ষায় অংশগ্রহন করে।

এক ভাই ও এক বোনের মাঝে সে ছোট এবং তার ফলাফলের জন্য তার শিক্ষক, দাদু ও পিতা মাতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। পড়াশুনার পাশাপাশি সঙ্গীতচর্চায়ও পারদর্শী তুর্ণা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।

তার বাবা কৃপেষ তালুকদার ও মা সুচিস্মিতা তালুকদার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে আশির্বাদ চেয়েছেন।