• জুন ১০, ২০২০
  • শীর্ষ খবর
  • 496
সিলেটে ১২ করোনা রোগী কে বাঁচাতে চলছে সর্বোচ্চ চেষ্টা

নিউজ ডেস্কঃ সিলেটে নগরীর করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. সামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে থাকা ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন রোগীর অবস্থা খুব খারাপ। আমরা তাদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ ৪৬ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। তবে আজ হাসপাতালে কেউ মারা যাননি।’

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৭২৮ হলেও মঙ্গলবার (৯ জুন) রাতে ঢাকা থেকে আসা আক্রান্ত ৩০ জন কোন স্থানের নির্ধারণ করতে না পারায় তাদের এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অধিদপ্তরের সিলেট কার্যালয় বিভাগে আক্রান্ত দেখিয়েছেন ১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১৫ জন এবং মারা গেছেন ৩৮ জন।