• জুন ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 569
করোনাকালে নিঃসঙ্গ সিলেট ইকোপার্কের প্রাণীরা (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের টিলাগড়ে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের বন্য প্রাণীরা নিঃসঙ্গ দিন পার করছে। করোনাভাইরাস বিস্তার রোধে ইকোপার্কে দর্শনার্থী প্রবেশ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। দর্শনার্থী শূন্য ইকোপার্ক নিশ্চুপ নিস্থব্ধ। এই বণ্যপ্রাণী কেন্দ্রে রয়েছে চিত্রা হরিণ, বিভিন্ন জাতের দেশী ও বিদেশী পাখি, ময়ূর, অজগর সাপ বাহারি রঙের মাছ ও দুটি জেব্রা। কিছু দিনের মধ্যে বাঘ ও কুমির সহ আরও বিভিন্ন প্রাণী নিয়ে আসা হবে।

দর্শনার্থী না থাকায় প্রাণীরা প্রায় নিশ্চুপ দিন কাটাচ্ছে খাঁচার ভিতর। নিশ্চুপ রাস্তা ধরে হাটলে দুর থেকেই শোনা যায় পাখিদের কিচিরি মিচির।

ইকোপার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকলেও প্রাণীদের পরিচর্যা করা হচ্ছে ঠিকমত। প্রাণীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে বেশীর ভাগ প্রাণীর খাঁচার সামনে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। প্রাণীদের নিয়মিত দুই বেলা খাবার দেয়া ও স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে । করোনার এই সময়ে প্রাণীদের সর্বোচ্চ সেবা প্রদান করছেন তারা।