• জুলাই ৬, ২০২০
  • লিড নিউস
  • 397
সিলেটে চিকিৎসকসহ আরও ৮০ জন করোনা আক্রান্ত

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও ৮০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জন ও শাবির ল্যাবে ২৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন।

সোমবার (৬ জুন) এই দুই ল্যাবে নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৭ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন ৭ চিকিৎসকও।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে আজ ২৮ জন করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন। ১৭৯টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন।

এর মধ্যে সিলেট জেলার ১৪ জন ও সুনামগঞ্জের ১৪ জন রয়েছেন বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।

এ নিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা হলো ৫ হাজার ৪২২ জন।

তন্মধ্যে সিলেট জেলায় ২৮৭০ জন, সুনামগঞ্জে ১২৩৯ জন, মৌলভীবাজারে ৫৫৯ জন ও হবিগঞ্জ জেলায় ৮০৪ জন রোগী রয়েছেন।