• ডিসেম্বর ১৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 300
ছাতক পৌর নির্বাচন: ধানের শীষে ন্যান্সি, নৌকায় কালাম

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ২০ ডিসেম্বর। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আজ শনিবার পর্যন্ত কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদের জন্য দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। রোববার (২০ ডিসেম্বর) তারা মনোনয়ন পত্র দাখিল করবেন বলে জানা গেছে। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন রাশিদা বেগম ন্যান্সি। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র। রাশিদা বেগম ন্যান্সি ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদের সহধর্মিণী।

আওয়ামী লীগ-বিএনপির দু’প্রার্থীই পৌর শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা।

ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় এখানে ভোটের লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে।

শনিবার বিকেল পর্যন্ত ছাতক পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আরও ৮ জন প্রার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. ফয়েজুর রহমান।