• জানুয়ারি ৩১, ২০২১
  • শীর্ষ খবর
  • 331
সুনামগঞ্জে পৌঁছেছে করোনার ৮৪ হাজার টিকা

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৮৪ হাজার করোনার টিকা পৌঁছেছে।

রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তারা জেলা সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব টিকা হস্তান্তর করেন। পরে এসব টিকা জেলার ইপিআই ভবনে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি আমিনুর রহমান জানান, বিশেষ ব্যবস্থায় আজ সকালে সুনামগঞ্জে টিকা নিয়ে আসা হয়। পরে তাঁরা সেগুলো সুনামগঞ্জের সিভিল সার্জন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন।

টিকা গ্রহণকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম, সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জয়নাল আবেদীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, জেলা শহরের ইভিআই ভবনে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যে টিকা সংরক্ষিত থাকবে। প্রাথমিকভাবে সুনামগঞ্জে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে। যাঁরা টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন জানান, জেলা সদর হাসপাতালে ছয়টি টিকা কেন্দ্র থাকবে। এর মধ্যে জেলা পর্যায়ে দুটি বিশেষ কেন্দ্র থাকবে সিভিল সার্জনের তত্ত্বাবধানে। উপজেলা পর্যায়ে কেন্দ্র থাকবে দুটি করে। এর বাইরে উপজেলা পর্যায়ে একটি কেন্দ্র থাকবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তত্ত্বাবধানে। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরাই মূলত টিকা দেওয়ার কাজটি করবেন।