• ফেব্রুয়ারি ২৮, ২০২১
  • শীর্ষ খবর
  • 242
হবিগঞ্জে জামানত হারালেন ৪ মেয়রপ্রার্থী

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ চার মেয়রপ্রার্থী জামানত হারিয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট, নাগরিক সমাজ প্রার্থী মো. শামছুল হুদা পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার পেয়েছেন ১৮১ ভোট ও গাজী পারভেজ হাসান পেয়েছেন ১৬৫ ভোট।’

তিনি আরও বলেন, ‘মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে প্রার্থী জামানত হারান। সে হিসেবে যদি কোনো প্রার্থী ওই পরিমান ভোট না পান তবে তার জামানত থাকবেনা।’

এদিকে নির্বাচনে সার্বোচ্চ ১৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমান সেলিম।

এবার পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ১৭ নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।