• মার্চ ১০, ২০২১
  • শীর্ষ খবর
  • 287
বানিয়াচংয়ে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে জখম

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঘরে ঢুকে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ওই কিশোরীর নাম মারজানা আক্তার (১৬)। সে একই গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে। মারজানা অষ্টম শ্রেণির ছাত্রী।

আহত কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মারজানা একাই বাড়িতে ছিল। রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মারজানা। ওই রাতে তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ ভোরে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় মারজানাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মারজানার মা মাধুমালা বেগম বলেন, তাঁর বড় মেয়ে ফারজানাকে তিন বছর আগে একই এলাকার কয়েকজন হত্যা করেছে। সেই হত্যা মামলার সাক্ষী ছোট মেয়ে মারজানা। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য প্রায়ই তাঁদের চাপ দিত এবং ভয়ভীতি দেখাত। বড় মেয়ে হত্যার আসামিরাই হত্যার উদ্দেশ্যে তাঁর ছোট মেয়েকে কুপিয়েছে।

ইকরাম গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া বলেন, কী কারণে মেয়েটিকে দুর্বৃত্তরা কুপিয়েছে, তাঁরা সেটা বুঝতে পারছেন না।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।