• এপ্রিল ৩, ২০২১
  • জাতীয়
  • 490
সন্ধ্যার মধ্যে লকডাউনের প্রজ্ঞাপন

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এক সপ্তাহের জন্য (৫ থেকে ১২ এপ্রিল) লকডাউনে যাচ্ছে সরকার। শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অথবা রোববার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, লকডাউনের প্রজ্ঞাপন তৈরির বিষয়ে কাজ চলছে। সন্ধ্যা বা কাল সকালের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানগু‌লো লকডাউন চলাকা‌লে খোলা থাক‌বে। এছাড়া শিল্প-কলকারখানাও খোলা থাক‌বে, যা‌তে শ্রমিকরা শিফ‌টিংয়ের মাধ্যমে কাজ করতে পারে।