• মে ২৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 217
সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন একটি দিন

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৩৮ জনের। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

তবে চলতি মাসের ২৩ দিনে করোনায় বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে আজ সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ৫৯ জন ও মৌলভীবাজারের বাসিন্দা ২ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৭২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে ৫৯ জন সিলেট জেলার, ২ জন সুনামগঞ্জের, ২ জন হবিগঞ্জ ও ১৬ জন মৌলভীবাজারের বাসিন্দা।

বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৩৬৩ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৭৮৪, হবিগঞ্জে ২ হাজার ৪৬৫ ও মৌলভীবাজারে ২ হাজার ৪২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির বিকল্প নেই। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানান।