• মে ৩০, ২০২১
  • জাতীয়
  • 244
সিলেটে ভূমিকম্পের কারণ জানতে সরকারের জরুরি বৈঠক মঙ্গলবার

নিউজ ডেস্কঃ সিলেটে বার বার ভূমিকম্পের কারণ জানতে বিশ্লেষকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে সরকার। আগামী মঙ্গলবার (১ জুন) ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. সেলিম হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১ জুন) বেলা তিনটায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন। উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তীতে করণীয় নির্ধারণে সভায় আলোচনা করা হবে। জুম প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে ।

উল্লেখ্য, বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে এমন আশঙ্কা পাঁচ বছর আগে ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণে বলা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আর্থ অবজারভেটরি এই আশঙ্কার কথা জানিয়েছিল।