• জুন ৪, ২০২১
  • শীর্ষ খবর
  • 246
সিলেটে সিএনজি অটোরিকশা চোরের গ্যাং র‍্যাবের জালে

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে গত ২১ এপ্রিল থেকে গতকাল (৩ জুন) পর্যন্ত অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯।

গ্রেফতাররা হচ্ছেন- মো. মহিউদ্দিন (২৬), দ্বীন ইসলাম হৃদয় (২১), অনুকুল রায় (১৯), মো. মঈন উদ্দিন (২৮), মো. শফিকুল ইসলাম (৩৬), মো. সেলিম আহম্মেদ মুন্না (৩০), মো. কামরুল মিয়া (২৪), শমসু মিয়া (৪৫), মো. মানিক মিয়া (৩৭) ও মো. মশিউর রহমান (৪২)।

শুক্রবার (৪ জুন) র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৌরভ মো. অসীম শাতিল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২১ এপ্রিল (বুধবার) সিএনজি অটোরিকশা চোরচক্রের প্রধান মো. আবু তালেবকে গ্রেফতার করে র‍্যাব। এরপর ৩ জুন (বৃহস্পতিবার) মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় সিএনজি অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।