• জুন ২০, ২০২১
  • শীর্ষ খবর
  • 287
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পটগুলোতে সরকারী নিষেধ অমাণ্য করে ঘুরতে আসা পর্যটকবাহী নৌযানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার বিকালে দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওরের নিচে পর্যটকবাহী দুইটি নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে পর্যটন কেন্দ্রসমূহ সরকারিভাবে পূর্বেই বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাজ্ঞা অমাণ্য করায় টাঙ্গুয়ার হাওরে পর্যটনবাহী নৌযানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি রক্ষার্থে পর্যটন স্পটসহ উপজেলাজুড়ে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।