• ডিসেম্বর ৯, ২০২১
  • জাতীয়
  • 216
খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে করণীয় জানায়নি আইন মন্ত্রণালয়

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু জানায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি বলছে সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে দিচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘প্রতিহিংসার কথাটা কীভাবে এলো? জেলে থাকার সময়ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আরও ভালো চিকিৎসার জন্য সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিহিংসার প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘আইনমন্ত্রী সংসদে আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ৪০১ ধারায় যে ব্যবস্থা করা হয়েছে, যদি আবার ৪০১ ধারা প্রয়োগ করতে হয় তাকে আবার এটি স্থগিত করে জেলখানায় গিয়ে সেখান থেকে আবেদন করতে হবে।’

‘প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন এসেছে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী অ্যাকশনের জন্য যা করণীয়, করবেন। আইন মন্ত্রণালয় আমাদের আবার করণীয় বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি। আমাদের কিছু করণীয় আছে বলে আইন মন্ত্রণালয় জানায়নি।’

মানবিকতা দেখানোর আর কোনো সুযোগ আছে কি না- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি। কোকো যখন মারা গেলো, ডেডবডি যখন আসলো, প্রধানমন্ত্রীর অনেক যন্ত্রণা ছিল, তারপরও কিন্তু তিনি তাকে দেখার জন্য গিয়েছেন, সমবেদনা জানানোর জন্য গিয়েছেন। কিন্তু গেটটি পর্যন্ত খোলা হয়নি। সে দৃশ্য তো নিশ্চয়ই আপনারা ভুলেন নাই। মানবতার প্রশ্নে যদি প্রশ্ন আসে, আমি মনে করি সারা বিশ্ব থেকে যে প্রসঙ্গটি এসেছে মাদার অব হিউম্যানিটি, আমি মনে করি তিনি মাদার অব হিউম্যানিটি।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আছে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটা মেডিকেল বোর্ড জানে, চিকিৎসকরা জানেন। চিকিৎসকরা জানেন কি করতে হবে না করতে হবে। তাদের কাছে সে রকম প্রস্তাব এলে আদালত যদি আমাদের ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারব। আদালতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করার আবেদন কিন্তু আমার কাছে আসেনি। যদি করে থাকেন অন্য কোথাও করেছেন। উনার পাসপোর্ট উনার কাছে আছে কি নেই আমি জানি না। আমি জানি পাসপোর্ট নবায়নের কোনো আবেদন আমাদের মন্ত্রণালয়ে আসেনি।’

বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা একটা রাজনৈতিক দল, তারা আন্দোলন করতে পারে, প্রতিবাদ করতে পারে, দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। পাশাপাশি সহিংস কোনো ঘটনা যদি ঘটায়, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। মানববন্ধন, দোয়া মাহফিল, প্রতিবাদ তো তারা করছেই। কারো জানমাল ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, রাস্তাঘাট বন্ধ করে দিলে আইনশৃঙ্খলা বাহিনীর যা করণীয়, করবে।’

খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে সরকারকে টেনে-হিঁচড়ে নামানোর হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমন অনেক অবান্তর কথা অনেকে বলে। অনেক দল অনেক কথা বলে। সেগুলো রাজনৈতিক কথা। আমার মনে হয় চিন্তা করার কোনো বিষয় না।’