• জানুয়ারি ১, ২০২২
  • বিজ্ঞপ্তি
  • 557
মুরারিচাঁদ কলেজে উচ্চশিক্ষার মানোন্নয়নে ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ সিলেটে মুরারিচাঁদ কলেজে, কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান কৌশলগত পরিকল্পনা দলিলের উপর সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজসমূহের অংশগ্রহণে “রিজিওনাল ডিসেমেনেইশন ওয়ার্কসপ অন ন্যাশনাল স্ট্রাটিজিক প্ল্যান ফর হাইয়ার এডুকেশন কলেজ ইন বাংলাদেশ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত।

আজ ১ জানুয়ারি শনিবার সকালে মুরারিচাঁদ কলেজে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মো. বেলায়েত হোসেন তালুকদার, মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ।

উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মুখলেছুর রহমান।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপ) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সিলেট অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজসমূহের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, বিভিন্ন বিভাগের অধ্যাপক পর্যায়ের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর আইডিজি টিমের সদস্য জনাব মো. তৌফিক এজদানী চৌধুরী, জনাব সুজিত চন্দ্র দত্ত।

ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে কলেজ পর্যায়ে যুগোপযোগী, আধুনিক গবেষণা ও আইসিটি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে।