• ফেব্রুয়ারি ২৬, ২০২২
  • শীর্ষ খবর
  • 302
সিলেটে আরও দুইদিন দেয়া হবে গণটিকা

নিউজ ডেস্কঃ ঘোষণা দেয়া হয়েছিল সারাদেশে গণটিকা কার্যক্রম চলবে একদিন। শনিবার পর বন্ধ থাকবে গণটিকা প্রদান। কিন্তু মানুষের আগ্রহ দেখে গণটিকা কার্যক্রমের সময়সীমা আরও দুইদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, শনিবার মানুষের মধ্যে টিকা গ্রহণের যে আগ্রহ দেখা গেছে তাতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও দুইদিন এই কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সাথে সিলেটেও আগামী রবিবার ও সোমবার গণটিকা কার্যক্রম চলবে।

ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে প্রথম দিন গণটিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৪ লাখ ডোজ। কিন্তু সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকায় শনিবার প্রায় ৭ লাখ ডোজ টিকা দেয়া সম্ভব হয়েছে।