• মার্চ ১৬, ২০২২
  • জাতীয়
  • 292
ডিএনএ পরীক্ষার জন্য হারিছ চৌধুরীর মেয়ের আবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানান যুক্তরাজ্য প্রবাসী সামিরা।

চিঠিতে তিনি বলেন, ‘হারিছ চৌধুরীর আসল পরিচয়ের বিষয়টি পরিবারের পাশাপাশি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের জন্যও গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশের আইন বিভাগ যদি ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রয়াত পিতার পরিচয় নিশ্চিত করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই।’

একই সঙ্গে তার দেহাবশেষ সিলেটে তাদের গ্রামের কবরস্থানে দাফনের ব্যবস্থা করার আবেদনও করেন সামিরা। একই আবেদন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব এবং সিআইডি প্রধানের কাছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান হারিছ চৌধুরী। পরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের জালালাবাদের কমলাপুর এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থানে ৪ সেপ্টেম্বর মাহমুদুর রহমান পরিচয়ে হারিছকে দাফন করা হয় বলে দাবি করা হয়।