• মার্চ ২৮, ২০২২
  • লিড নিউস
  • 220
‘গণতান্ত্রিক পন্থায় জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হবে’

নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘৩ মাসের সময় দিয়ে কেন্দ্র থেকে সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু করোনা মহামারির কারণে দলীয় অনেক কার্যক্রম স্থবির ছিলো। তাই সময়মতো সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের আয়োজন করা সম্ভব হয়নি। ২ বছর ৩ মাস পর অবশেষে গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে জেলার অধীনস্থ (উপজেলা ও পৌর) ১৮টি ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল।

সোমবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিলেট রেজিস্ট্রি মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। দলের অভ্যন্তরেও গণতন্ত্রের চর্চা করে দলটি। এরই ধারাবাহিকতায় আগামীকাল (মঙ্গলবার) গণতান্ত্রিক পন্থায় তৃণমূলের ভোটে নির্বাচিত হবে জেলার নেতৃত্ব। কাউন্সিলে ভোট দেবেন জেলার ১৮টি ইউনিটের ১ হাজার ৮শ ১৮ জন ভোটার। সিলেটে থেকেই ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করে দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি। আওয়ামী লীগের মত দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে তিতে পারে না বিএনপি। কারণ, বিএনপিতে গণতন্ত্রের চর্চা হয়।

ডা. জাহিদ বলেন, তৃণমুল নেতাদের মতামত প্রধান্য দিতেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। তিনি বর্তমান দু:শাসন দুর করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, গুম হওয়া বিএনপি নেতা, সিলেটের সন্তান এম ইলিয়াছ আলী, তার চালক আনসার আলী, ছাত্রদল নেতা দিনার ও জুনেদ আজ কোথায় আছেন আমরা জানিনা। এ সরকারকে যত দ্রুত সরানো যাবে ততই মঙ্গল।

সম্মেলন ও কাউন্সিল সফলের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় এই ভাইস চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন। তিনি বলেন, আগামীকালের (মঙ্গলবার) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশরেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।