• মে ৭, ২০২২
  • শীর্ষ খবর
  • 202
সিলেটে ৮ দিন ধরে শিশু নিখোঁজ

নিউজ ডেস্কঃ সিলেটে আট দিন ধরে মো. শোয়েব মিয়া নামে এক শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ মে) দুপুর পর্যন্ত ওই শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত বুধবার (৪ মে) ওই শিশুর পালক মা মোছা. রহিমা খাতুন সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সুয়েব মিয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর উত্তর হাটি গ্রামের মো. মোবারক মিয়ার ছেলে। বর্তমানে সুয়েব মিয়া সুবিদবাজারের মিয়া ফাজিল চিস্ত এলাকার আহাদ মিয়ার কলোনিতে পালক মায়ের সঙ্গে থাকেন।

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল দুপুর ২টার দিকে সুয়েব মিয়া হাতি দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও সে আর বাড়িতে ফেরেনি।

পরে তার আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। এক পর্যায়ে বুধবার রহিমা খাতুন সিলেটের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। গত ২৭ এপ্রিল দুপুরে ওই শিশুকে স্থানীয় লোকজন হাতির পেছনে দৌঁড়াতে দেখেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।