• জুন ১৬, ২০২২
  • শীর্ষ খবর
  • 231
সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সুরমার পানি বিপৎসীমার ওপরে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার পানি বেড়ে বৃহস্পতিবার (১৬ জুন) সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বুধবার (১৫ জুন) ছিল ২৩ সেন্টিমিটার।

এদিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। ইতোমধ্যে শহরের নবীনগর, পশ্চিম তেঘরিয়া, উত্তর আরপিন নগর, মরাটিলা এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে।

পশ্চিম তেঘরিয়া এলাকার বাসিন্দা শহীদ মিয়া জানান, তার ঘরে এখন হাটু পানি। এ পরিস্থিতিতে ঘরের মালপত্র বিছানার ওপর উঠিয়ে বসে আছেন। কোনো ত্রাণ সহায়তা পানননি। কী করবেন বুঝতেও পারছেন না।

নবীনগর এলাকার ফরিদা বেগম বলেন, রাত থেকে ঘরে পানি আসা শুরু করছে। ছেলে-মেয়ে নিয়ে বড় চিন্তার মধ্যেই আছি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, সুনামগঞ্জের বৃষ্টি থাকলেও উজানের বৃষ্টিপাত হচ্ছে খুবই বেশি। ফলে নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে। উজানে বৃষ্টিপাত যদি কমে, তবে এ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।