• জুলাই ৩, ২০২২
  • শীর্ষ খবর
  • 356
হবিগঞ্জে খণ্ডিত মরদেহের মাথা মিলল মাজারের পুকুরে

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলায় নৃসংশভাবে হত্যার শিকার কদর আলীর (৪৮) মাথাবিহীন মরদেহ উদ্ধারের একদিন পর তার মাথাটি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) পার্শ্ববর্তী শায়েস্তাগঞ্জ উপজেলার একটি পুকুর থেকে পুলিশ মাথাটি উদ্ধার করে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকালে স্থানীয়রা শায়েস্তাগঞ্জের দাউদনগর এলাকায় হযরত সৈয়দ আবরা মিয়া (রহ.) এর মাজারের পুকুরে মাথাটি ভাসতে দেখে থানায় খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব সেটি উদ্ধার করেন।

দুপুরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মাথাটি কদর আলীর বলে শনাক্ত করলে সেটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে। হত্যাকাণ্ডটি ধর্মীয় গোড়ামি থেকে হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে এখনই এর বেশিকিছু বলা যাচ্ছে না।

নিহত কদর আলি হবিগঞ্জ শহরের মাছুলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। খোয়াই নদী থেকে বালু উত্তোলনের শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সকালে খোয়াই নদীর পাড়ে তার মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেটি উদ্ধারের পর মর্গে পাঠায় পুলিশ।

জেলা পুলিশের একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার দিবাগত রাত অর্থাৎ ঘটনার আগের রাত ৮টার দিকে কদর আলীসহ ৫ জন লোককে ঘটনাস্থলের দিকে হেঁটে যেতে দেখা যায়। রাত প্রায় সোয়া ৮টা পর্যন্ত ফুটেজে তাদের গথিবিধি লক্ষ্য করা গেছে। ফুটেজটি নিবিড়ভাবে বিশ্লেষন করছে পুলিশ।