• অক্টোবর ২, ২০২২
  • লিড নিউস
  • 225
টিলা কেটে বিলীন করার পর পরিবেশ অধিদফতরের অভিযান

নিউজ ডেস্কঃ অবশেষে কুম্ভকর্ণের ঘুম ভাঙলো পরিবেশ অধিদফতরের। টিলা কেটে বিলীন করার পর চালানো হলো অভিযান।
ঘটনাস্থল থেকে জব্দ করা হলো টিলা কাটায় ব্যবহৃত একটি এক্সেভেটর।

শনিবার (১ অক্টোবর) নগরের উপকন্ঠ সিলেট সদর উপজেলার ৪নং খাদিমনগর ইউনিয়নের ধলইপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৬(খ) লঙ্ঘন, অধিদফতরের ছাড়পত্র ব্যতীত পাহাড়/টিলা কাটার সময় একটি এক্সেভেটর জব্দ করা হয়।

এসময় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াদিন বলে জানিয়ে পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, অবৈধভাবে পাহাড়/টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, জেলার পরিদর্শক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে শাহপরান থানার পুলিশ।