• অক্টোবর ৮, ২০২২
  • শীর্ষ খবর
  • 201
হবিগঞ্জে শিকারীর ফাঁদে মারা গেল গর্ভবতী মায়া হরিণ

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে শিকারীর ফাঁদে আটকা পড়ে একটি গর্ভবতী মায়া হরিণের মৃত্যু হয়েছে। হরিণটির মরদেহ দুদিন ধরে ঘটনাস্থলে পড়ে থাকলেও এ বিষয়ে পদক্ষেপ নেয়নি বন বিভাগ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টা পর্যন্ত হরিণের অর্ধগলিত মরদেহ বন বিভাগের রেমা-কালেঙ্গা রেঞ্জের আওতাধীন হাতিমারা চা বাগানের ভেতরে বৈরাগীপুঞ্জী যাওয়ার রাস্তার পাশে পড়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে শিকারীর ‘ছিটকা ফাঁদে’ আটকে পড়ে মারা যাওয়া মায়া হরিণের মরদেহটি দেখা যায়। হরিণটি গর্ভবতী ছিল। শরীরের বিভিন্ন অংশ পঁচে গলে যাওয়ার পর পেটের ভেতরে বাচ্চা দেখা যাচ্ছে। দুদিন ধরে মরদেহটি পড়ে থাকলেও এ বিষয়ে বন বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, স্থানীয় এক যুবক প্রায়ই হাতিমারা বাগান থেকে পশু-পাখি শিকার করেন। কয়েকদিন আগেও তিনি ২০টি পাখি শিকার করে নিয়েছিলেন। তার পাতা ফাঁদে মায়া হরিণটি মারা যেতে পারে।

এ বিষয়ে কথা বলতে বন বিভাগের রেমা-কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।