• নভেম্বর ২৪, ২০২২
  • শীর্ষ খবর
  • 108
সিলেটে ২১ কোটি টাকার মাদক ধ্বংস

নিউজ ডেস্কঃ সিলেটে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত প্রায় ২১ কোটি টাকার বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ধ্বংস করেছে সিলেট-১৯ বিজিবি ব্যাটালিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

বিজিবি জানায়, ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে বিজিবি। ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা রয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান জানান, ধ্বংসকৃত এসব মাদক দ্রব্য ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরা বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে বিজিবি।