• ডিসেম্বর ৪, ২০২২
  • রাজনীতি
  • 242
শেখ হাসিনা সমাবেশ করতে পারলে খালেদা নয় কেন: জাফরুল্লাহ

নিউজ ডেস্কঃ দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে দলীয় টাকার উৎস সম্পর্কে জনগণকে জানানোর আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম, প্রশ্ন উঠেছে যে বিএনপির টাকার উৎস কী? আমরা একইসঙ্গে প্রশ্ন করতে পারি- আওয়ামী লীগের টাকার উৎস কী? দুই দলেরই টাকার উৎস প্রকাশ করা হোক। কেবল একজনের না।’

রোববার জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ.এস.এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি করার সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করতে চট্টগ্রামে যেতে পারলে, খালেদা জিয়া পল্টনে যেতে পারবেন না কেন? উনাকে জামিন দিয়েছেন৷ এই শর্তে বাঁধা জামিন তো অর্থহীন। আমি কোথায় মিটিং করব সেটা তো আমার বিষয়।’

বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়লাভ করলেও আপনারা (বিএনপি) প্রতিহিংসার রাজনীতি করবেন না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এবার আপনি যাই করুন, দিনের ভোট আর রাতে করতে পারবেন না। ইভিএম দিয়ে প্রতারণা চলবে না। মানুষকে তার ভোট দেয়ার অধিকার দিতে হবে। আজ সংঘাত নয়, সংলাপ প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পুলিশ ভাইদের বলি, আপনারা এতটা খাদেম হয়েন না।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান আজ স্মরণ করা হয় না। তিনি ছিলেন বলেই বাঙালিরা লেখাপড়ার সুযোগ পেয়েছেন। কৃষকরা করমুক্ত হয়েছেন। তার পরে এ.এস.এম সোলায়মান কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন।’

তিনি বলেন, ‘কৃষক শ্রমিক পার্টির সব কার্যালয় আজ আওয়ামী লীগ দখল করে রেখেছে। এগুলোকে পুনরুদ্ধার করে আবারও কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সংঘবদ্ধ হতে হবে।’

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম রাজিয়া সুলতানা রত্না প্রমুখ।