• ডিসেম্বর ৫, ২০২২
  • শীর্ষ খবর
  • 128
আখালিয়ায় টিলা কাটার দায়ে একজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক:সিলেট নগরীর আখালিয়া এলাকায় টিলাকাটার দায়ে ইদন আলী (৫৮) নামের একজনকে ১৫দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আখালিয়া ব্রাহ্মণশাসন এলাকার মৃত হাশিম আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান আহমদ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি সরকারি টিলা কেটে বাড়ি নির্মাণকালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ইদন আলীকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান আহমদ জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টিলা কাটার সাথে সরাসরি জড়িত থাকায় ইদন আলীকে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করে টিলা কর্তন করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলার সহকারী পরিচালক মো. বদরুল হুদা। এসময় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশের ফোর্স উপস্থিত ছিলেন।