• জানুয়ারি ২৪, ২০২৩
  • রাজনীতি
  • 186
দেশে অলিখিত বাকশাল কায়েম হয়েছে: মঈন খান

নিউজ ডেস্কঃ ‘দেশে রাজনীতির রেশ বলতে কিছু নেই। বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দেশে লিখিত বাকশাল ছিল। এখন অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। আওয়ামী লীগের হুকুম মানতে জনগণকে বাধ্য করা হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মঙ্গলবার এক আলোচনা সভায় এসব কথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে জিয়া প্রজন্ম দল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ বলে যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে। সত্যটা হলো, বিএনপি জনগণের মাঝে জন্ম নিয়েছে। ধরে নিলাম, তাদের কথা সত্য। আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে নয়। তারা কেন গণতন্ত্র হত্যা করে? কোনো সৈনিক বা সেনাশাসক তো গণতন্ত্র হত্যা করেননি। এই আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক দল বলে জাহির করার চেষ্টা করলেও এরা ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করে।’

‘যে গণতন্ত্র ও স্বাধীকারের জন্য আমরা রক্ত দিয়েছি, আওয়ামী লীগ সেই রক্তের সঙ্গে বেঈমানি করেছে। স্বাধীনতার পর এই আওয়ামী লীগ ক্ষমতায় এসেই গণতন্ত্রকে বস্তাবন্দি করে একনায়কতন্ত্র কায়েম করেছিল।’

বিএনপির এই নেতা বলেন, যারা রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছে, রাষ্ট্রের অর্থ লুটপাট করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, বিএনপি তাদের বিরুদ্ধে কথা বলে। আর এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথায় লক্ষাধিক মামলায় বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।’

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দেশের মানুষ অসহায় অবস্থায় আছে। দিনমজুর, শ্রমিক এবং কর্মী থেকে নেতা সবাই আজ উদ্বিগ্ন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই জাতি অস্থিরতায় ভোগে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘বর্তমান সংসদ সদস্যরা সংসদে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে কথা বলছেন না। তারা কেবল শেখ হাসিনার বন্দনা করছেন। প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই- যারা আপনার পিতার বেশি বন্দনা করেছিল তারা তার মৃত্যুর পর লাশটিও দেখতে যায়নি।’

জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান শাহীনুর মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ।