• ফেব্রুয়ারি ১১, ২০২৩
  • বিজ্ঞপ্তি
  • 321
সিলেটে ১০৮ ইউনিয়নে বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্কঃ সিলেট জেলার ১৩ উপজেলার ১০৮ টি ইউনিয়নে ১০ দফা বাস্তবায়নের দাবিতে দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিটি কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিনিধিরা অংশ নেন। এসব পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য প্রদানকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- আওয়ামী লীগ অগণতান্ত্রিক ও গণবিরোধী কার্যকলাপ, ভয়াবহ দুর্নীতি ও লুটপাট, প্রশাসনসহ সর্বক্ষেত্রে দলীয়করণ, ভোটাধিকার, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফলে গোটা দেশ আজ বিপর্যস্ত। চাল, ডাল, তেল, আটা, ময়দা, লবন, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী। বিদ্যুৎ, গ্যাস ও এলপিজি গ্যাসের দাম বার বার বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আজ ঠিক মত তিনবেলা খেতে পারছেনা, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। ডলারের অভাবে পণ্য আমদানী করা যাচ্ছে না। এমতাবস্থায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছে। এই দাবী বিএনপির একার নয়, এই দাবী দেশের সাধারণ মানুষের। তাই এই ফ্যাসিস্ট সরকারকে অভিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধিনে সংসদ নির্বাচন দিতে হবে। ১০ দফা দাবী বাস্তবায়ন না করে বিএনপির কর্মীরা ঘরে ফিরে যাবে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সদর উপজেলার টুকেরবাজার, দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ও সিলাম এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

বক্তব্যকালে আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। ১০ দফামদাবী মেনে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও দেশের মালিকানা জনগনকে ফিরিয়ে না দিলে চুড়ান্ত আন্দোলনের ডাক দেয়া হবে। তখন আর পালাবার রাস্তাও খোঁজে পাবে না।

দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়ন বিএনপির পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাথে অংশগ্রহণ করেন- জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কামরুল হাসান শাহীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আছলাম মুমিন, লোকমান আহমদ, কামরুজ্জামান দিপু, এড. মোস্তাক আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, জাকারিয়া খান, স্বপন খান, নাজিম উদ্দিন পান্না, রায়হান এইচ খাঁন,বাবর আহমদ রনি, নুরুল আমিন, পাবেল রহমান, শাহীন আলম জয়, জালাল খান ,রায়হানুল হক, আলী আব্বাস , জাসিম আহমেদ, সাহেদ আহমেদ ,জুয়েল আহমেদ, বিএনপি সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু প্রমূখ।

বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাথে অংশগ্রহণ করেন- গোলাম রব্বানী, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, নজমুলম আলম নজম চেয়ারম্যান, তোফায়েল আহমদ সোহেল, অর্জুন ঘোষ, মাহবুব আলম, জি.এম বাপ্পি, শাহিন আলম জয়, সাইফুল ইসলাম সেফুল, চুনু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, আবুল কাশেম, রাসেল আহমদ, সালমান আহমদ, ইজলাল আহমদ প্রমুখ।

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন বিএনপির পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাথে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

পদযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, আসাদ উদ্দিন, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আব্দুল মালিক মল্লিক, বাবর আহমদ রনি,শাহিন আলম জয়,আবুল কাশেম,পাবেল রহমান, আল মামুন, জুবায়ের আহমদ লিলু, শাহ টিপু সুলতান, আজহার আলী অনিক, আল আমিন, সাহেদ আহমদ, নামর আলী, সালেহ আহমেদ, জুয়েল আহমেদ প্রমূখ।

সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়ন বিএনপির পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সাথে অংশগ্রহন করেন জেলা বিএনপি নেতা তারেক কালাম, শহীদ চেয়ারম্যান, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মার্শেদ, আব্দুর রহমান, আলতাফ হোসেন সুমন, দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।