• ফেব্রুয়ারি ২৪, ২০২৩
  • শীর্ষ খবর
  • 146
‘ছবির মাধ্যমে মানুষের কল্পনার শক্তি ফুটে ওঠে’

নিউজ ডেস্ক: বাংলাদেশ শিশু একাডেমীর সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁঞা বলেছেন, ছবির মাধ্যমে মানুষের কল্পনার শক্তি ফুটে ওঠে । শিশুদের প্রতিভা বিকাশে বিশেষ করে চিত্র অংকনের ক্ষেত্রে মুক্তভাবে ছেড়ে দিতে হবে, তাহলে তার সামাজিক স্কিল ডেভেলপ হওয়ার পাশাপাশি প্রতিবার বিকাশ ঘটবে। প্লানেট আরাফ সিলেট কম্পিউটার সিটি ব্যবসায়ী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ‘সিলেট কম্পিউটার সিটি ডিজিটাল এক্সপো-২৩’-উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার সকালে সিলেটের জিন্দাবাজারস্থ প্লানেট আরাফ মার্কেটস্থ সমিতির নিজস্ব অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিকুল হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইটি ম্যানেজার এ এস এম খায়রুল আক্তার চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, টগি সার্ভিসেস এর হেড অব ডিষ্ট্রিবিউশন মাসুদুর রহমান, লেনোবো’র প্রোডাক্ট ম্যানেজার সোহেল রানা, টগি সার্ভিসেস এর সিলেট প্রতিনিধি মোঃ সারোয়ার হোসেন সোহাগ।

দুই গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ীরা হলো ক গ্রুপে ১ম- দিগি¦জয় দেব, ২য়- তাহসিন আহমেদ চৌধুরী,৩য়- অস্মিতা পাল। খ গ্রুপে ১ম মোহাম্মদ হোসাইন, ২য়- শ্রীপণা দাস পৃথা, ৩য়- মাহরিন হোসেইন মীম।

উল্লেখ্য, আয়োজনের মাধ্যমে আয়োজিত এই মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় থাকবে নিত্য নতুন সকল কম্পিউটার পণ্যের প্রদর্শনী, গেমিং সকল পণ্যের উপর বিশেষ ছাড়। এছাড়া প্রতিটি পণ্যের সাথে থাকবে র‌্যাফেল ড্র কোপন ও আকর্ষণীয় পুরস্কার। মেলায় র‌্যাফেল ড্র’র আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকবে মোটর সাইকেল, ল্যাপটপ, টিভি, সাইকেলসহ ৫০টি পুরস্কার।