• জুন ২৫, ২০২৩
  • শীর্ষ খবর
  • 166
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

নিউজ ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

রোববার দুপুর ১২টার দিকে তিনি স্ত্রী হলি চৌধুরী এবং দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরীকে নিয়ে গণভবনে যান।

আনোয়ারুজ্জামান চৌধুরীর মিডিয়া সেল থেকে জানানো হয়, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে নগরের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার পরামর্শ দেন বলে আনোয়ারুজ্জামান চৌধুরীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সিলেটবাসীর সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। তাঁরা যেমন জাতির জনককে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তেমনি আমাকেও ভালোবাসেন। ভালোবাসেন নৌকা। তাঁদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মেয়র বা নগরপিতা নয়, কাজ করতে হবে তাঁদের সেবক হিসেবে।’

সৌজন্য সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে বলেন, ‘আপনি আমার ওপর আস্থা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবল আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। তাঁরা আপনার জন্য সব সময় দোয়া করেন এবং সিলেটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন।’

২১ জুন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পেয়েছিলেন ৫০ হাজার ৮৬২ ভোট। এই সিটিতে ভোট পড়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ।