• জুন ২৫, ২০২৩
  • লিড নিউস
  • 154
বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে না: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ কখনো শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ইউরোপ, জাপান, চীন দেশের মতো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বসমাজে বাংলাদেশ এখন মর্যাদাপূর্ণ অবস্থানে আছে।’

রোববার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ সময় উপজেলার আবদুল মজিদ কলেজ মিলনায়তনে ৪১০টি পরিবারের মধ্যে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫ লাখ ২৬ হাজার ৯৭৫ টাকার চেক বিতরণ করা হয়।

বক্তব্যে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়েও কথা বলেন এম এ মান্নান। তিনি বলেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনকে ঘিরে যদি কেউ শান্তিপ্রিয় দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের বিদ্যুতের সংকট নিয়ে কথা বলতে গিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যখন বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কষ্ট পেয়েছিলেন। এখন বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। ১০ লাখ টন কয়লা ইতিমধ্যে আমদানি করা হয়েছে। বিদ্যুতের সমস্যা দ্রুতই কেটে যাবে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে এম এ মান্নান আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। আওয়ামী লীগ গত ১৪ বছরে যা করেছে, অতীতে কেউ তা করতে পারেনি। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। বাড়ির পাশে স্বাস্থ্যসেবার ব্যবস্থা হয়েছে। আগে এসব কেউ করেনি।

জনগণ ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘মানুষ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চায়, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চায়। ভোটের জন্য অনেকেই আসবে, তাদের কাছেও প্রশ্ন রাখতে হবে, কেন তারা ভোট চাইছে। কী করছে মানুষের জন্য।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক নোমান বখত, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।