• আগস্ট ২, ২০২৩
  • জাতীয়
  • 187
আওয়ামী লীগ উত্তরাঞ্চল থেকে মঙ্গা তাড়িয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতাকে হত্যার পর এদেশে একটি গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা দখল করে। শুরু হয়ে যায় হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের রাজনীতি। জনগণের ভাগ্য নিয়ে খেলতে শুরু করে তারা।

‘আমি জনগণের ভাগ্য ফেরাতে শত প্রতিকূলতা অতিক্রম করে দেশে ফিরেছি। দেশে গণতন্ত্র এনেছি। জনগণের ভাগ্যের উন্নয়ন করেছি।

বুধবার রংপুরে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘দেশে ফেরার পর প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছি। এই রংপুরের প্রতিটি অঞ্চলে গিয়েছি। দেখেছি মানুষ জনসভায় আসতেন ছেঁড়া কাপড় পরে। পেটে ভাত নেই। আজ মানুষ ভালো আছে। দুবেলা দুমুঠো খেতে পারছে। আওয়ামী লীগ সরকার এই অঞ্চল থেকে মঙ্গাকে বিতাড়িত করেছে।’

শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে। মঞ্চে আসন গ্রহণ করার আগে জনসভাস্থলে উপস্থিত বৃহত্তর রংপুরবাসীর জন্য ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘রংপুর বিভাগ করেছি। লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। রংপুর অঞ্চলে গ্যাস আনার কাজ চলমান।

‘আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা হয়নি। নৌকা প্রতীকে ভোট দিলে আর আওয়ামী লীগ সরকারে এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি।’

রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা এই অঞ্চলের মানুষকে উদ্দেশ করে বলেন, ‘আমি খালি হাতে আসিনি। আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। কতগুলো প্রকল্প উদ্বোধন করেছি। এখানে প্রতিটি উন্নয়ন কাজ যাতে ত্বরান্বিত হয় সে ব্যবস্থা করেছি।’