• জানুয়ারি ৯, ২০২৪
  • জাতীয়
  • 40
জনগণ নির্বাচন বর্জন করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে : গণতন্ত্র মঞ্চ

নিউজ ডেস্ক: জনগণ ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন যুগপৎ আন্দোলন শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জোটের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গনতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

লিখিত বক্তব্য জোনায়েদ সাকি বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে ক্ষমতা বদলের কোনো সুযোগ ছিল না। সরকারি দল তাদের নিজেদের মধ্যে থেকেই ডামি প্রার্থী দাঁড় করিয়ে একটা কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতা দেখানোর আয়োজন করেছে। এর বাইরে সরকারি দলের বর্তমান ও সাবেক জোটসঙ্গীদের সাথে আসন ভাগাভাগির মধ্যে দিয়ে তারা প্রতিযোগিতার ন্যূনতম জায়গাকেও বন্ধ করেছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দল ও জনগণ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করার ফলে প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা হিসেবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে। এটা একটা নির্বাচনের মর্যাদা পেতে পারে না। আসলে এটা গণতন্ত্রের কফিনের শেষ পেরেক ঠোকার এক আয়োজন হিসেবেই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

জোনায়েদ সাকি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।

এক প্রশ্নের জবাব মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা যুগপৎ ভাবে আন্দোলন চালিয়ে যাব। আগামী দিনেও হয়তো সবাই একমঞ্চে আন্দোলনে দেখা যেতে পারে। তবে আমরা শান্তিপূর্ণ অহিংস আন্দোলন বিশ্বাস করি। এর মধ্যে দিয়েই সরকারের পতন হবে।

আরেক প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন, নৌকার পরাজিত প্রাথী, জাতীয় পার্টির চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর সবাই বলছে এটা কোনো নির্বাচন নয়। সূতরাং ভারত দেশের জনগণের বিপক্ষে গিয়ে এই নির্বাচনকে স্বীকৃত দিয়েছে।