• ফেব্রুয়ারি ১২, ২০২৪
  • লিড নিউস
  • 53
ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় কাউন্সিলর নিপু কারাগারে

নিউজ ডেস্কঃ সিলেটে আলোচিত আরিফ হত্যা মামলার প্রধান আসামি সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিপুর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচর টিভিগেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ওই এলাকার ফটিক মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী আরিফকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিপুসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।