- এপ্রিল ১৬, ২০২৪
- শীর্ষ খবর
- 69
হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলার চুনারুঘাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৮৭০ কেজি চালসসহ এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য জানান।
গ্রেপ্তার জুয়েল মিয়া ওরফে জাবেদ (২৬) চুনারুঘাট উপজেলার পাইকুড়া গ্রামের লাল মিয়ার ছেলে। শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজার থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে জুয়েলসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি হিল্লোল রায় জানান, দেশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ২৯ বস্তা অর্থাৎ ৮৭০ কেজি চাল বাজারে জুয়েলের মামা বাবার দোয়া ভ্যারাইটিজ স্টোর থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জুয়েলের সঙ্গে সরকারি চাল চোরাকারবারে কাদের সংশ্লিষ্টতা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলায় ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।