• এপ্রিল ২৫, ২০২১
  • Uncategorized
  • 329
যেভাবে পাবেন করোনা টিকার সনদ

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধে যারা টিকার দুই ডোজ নিয়েছেন তারা ২০ এপ্রিল থেকে সার্টিফিকেট বা সনদপত্র পাচ্ছেন। অনলাইন থেকেই তারা সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করতে পারছেন। তবে এখন যারা মেসেজ পাচ্ছেন, শুধু তারাই সনদপত্র ডাউনলোড করতে পারছেন। সেই অনুযায়ী অনেকে ডাউনলোড করাও শুরু করেছেন। সুরক্ষা অ্যাপ থেকে এটি পাওয়া যাচ্ছে।

দ্বিতীয় ডোজ নেয়ার পর যারা এসএমএস পাচ্ছেন তারা এখন ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকার সনদপত্র ডাউনলোড করতে পারছেন।

সুরক্ষা অ্যাপের ডানপাশে টিকা সনদ সংগ্রহ নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ, আর ভ্যারিফিকেশনের জন্য সেখানে থাকা কয়েকটি অক্ষর বা নম্বর বসাতে হবে। এর পর যাচাই বাটতে ক্লিক করতে হবে।

এরপর আপনি যে মোবাইল নম্বর দিয়ে টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন সেখানে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) নম্বর যাবে। সেই ওটিপি নম্বর বসাতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই আপনি পেয়ে যাবেন আপনার টিকা গ্রহণের সনদ।

এই সনদ ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। আর প্রয়োজনে প্রিন্ট আউটও করতে পারবেন।