সুনামগঞ্জ প্রতিনিধিঃ ‘ভাইরে, তুই আমরারে তইয়া কোয়াই গেলেরে ভাই। তুই নু আমরার সব আশা-ভরসা আছিলেরে ভাই। তরে ছাড়া আমরা অখন কিলা চলমু, কিলা বাঁচতাম রে ভাই।’ আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গের সামনে এভাবেই বিলাপ করছিলেন দবির উদ্দিন। সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় তাঁর ভাই নাসির উদ্দিন (২৮) ঘটনাস্থলেই নিহত হন। দবিরের গলা ধরে ডুকরে […]
‘তুই সব আশা-ভরসা আছিলেরে, আমরার অখন কিলা চলমু’
