• মে ১৬, ২০২০
  • হবিগঞ্জ
  • 577
আমরা যত সচেতন হব ততই সুরক্ষা পাব :আব্দুল মজিদ খান এমপি

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, করোনা ভাইরাস কোভিট- ১৯ এর কারণে আজ সারা পৃথিবী এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর বাইরে নয় বাংলাদেশও। বাংলাদেশের মানুষের জানমাল রক্ষায় সরকার নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। সেগুলো আমাদের মানতে হবে। আমরা যত সচেতন হব, ততই সুরক্ষা পাব। এখন বৈশাখ মাস। ধানকাটার মৌসুম। জনগণের প্রতি অত্যন্ত আন্তরিক বিধায় সব ধরণের সহযোগিতা করে যাচ্ছেন সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে দরিদ্র ৫০ লাখ মানুষকে নগদ ২ হাজার ৫শ’ টাকা দেওয়ার কার্যক্রম। আসুন আমরা বিনা কারণে ঘরের বাহির না হই।

শনিবার ১৬ মে সকাল ১১টায় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং ও ৪নং ইউনিয়নের অসহায়-দরিদ্র নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয়ের দিক নির্দেশনায় আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অসহায় মানুষদের মধ্যে অত্যন্ত সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অত্যন্ত আন্তরিক। আমরা সরকারি নির্দেশনা যত মেনে চলব, ততই ক্ষয়-ক্ষতি কম হবে। তাই করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ৪নং ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ‘তরঙ্গ’ পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইউপি সদস্য ইশতেয়াক হোসেন লেমন, নুরুল ইসলাম, মাহমুদ আখঞ্জি প্রমুখ।