• মার্চ ৩১, ২০২১
  • মৌলভীবাজার
  • 493
কমলগঞ্জে নির্মাণের ছয় দিনেই ভেঙে গেল নালা

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ছয় দিনের মাথায় ভেঙে পড়েছে নালার এক পাশের দেয়াল। গতকাল মঙ্গলবার ভোরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ নালা ভেঙে পড়ে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন বলেন, প্রথম থেকেই এ নালা নির্মাণের কাজে নয়ছয়ের অভিযোগ ছিল। স্থানীয় লোকজন বিষয়টি কমলগঞ্জ পৌরসভার মেয়রকে জানালে তিনি সরেজমিন কাজ পরিদর্শন করে কাজে অনিয়মের সত্যতা পান। এ কারণে তিনি ঠিকাদার কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর দুই দিন কাজ বন্ধ ছিল। পরে কাজের গুণগত মান বজায় রাখার নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু কাজ শেষ হওয়ার ছয় দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ নালার পাশের দেয়াল ধসে পড়ে।

এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, ‘শুরু থেকে নালা নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ ছিল। সরেজমিনে অভিযোগের সত্যতা পেয়ে কাজটি বন্ধ রাখার নির্দেশ দিই। পরে গুণগত মান বজায় রাখার নিশ্চয়তা দিয়ে কাজটি আবার শুরু করেন ঠিকাদার।’

এ বিষয়ে ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘জেলা পরিষদের টেন্ডার অনুযায়ী সঠিক নিয়মে ড্রেন নির্মাণ করা হয়েছে।’