• মে ২৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 257
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সিসিকের আগাম প্রস্তুতি

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে শনিবার কয়েকদফা ভূমিকম্পের কারণে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) জরুরী বৈঠক করেছে। বৈঠকে ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সিসিকের হল রুমে ওই বৈঠক অনুষ্টিত হয়।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীতে আজ অন্ত্যত ৪/৫ বার ভূমিকম্প হয়েছে। মানুষকে আতঙ্কিত না হয়ে কীভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় করা যায় সেটি নিয়ে ভাবতে হবে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় সেটি নিয়ে আমরা ভাবছি। এসময় মেয়র আরো বলেন, জনগণকে খুব আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে।

সিসিকের ওই বৈঠকে জালালাবাদ গ্যাস অফিসের এক কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আমাদের ২৪ ঘণ্টা কাজ করে এমন টিম রয়েছে। কল সেন্টারে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভূমিকম্প পরবর্তীতে কোথাও গ্যাসলাইন লিকেজ হলে সাথে সাথে বিহিত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। বৈঠকে সিলেটের বিভিন্ন স্তরের অনেক কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত নগরীতে ৫ বার ভূমিকম্প হয়েছে। এরপর সিসিক এই বৈঠকের আয়োজন করে।