• মে ৩০, ২০২১
  • শীর্ষ খবর
  • 227
আগামী এক সপ্তাহ নগরীতে কঠোর নজরদারি থাকবে : মেয়র আরিফ

নিউজ ডেস্কঃ মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আগামী এক সপ্তাহ নগরীতে সিটি করপোরেশনের কঠোর নজরদারি থাকবে। যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্পের জন্য একটি অ্যালার্মিং ও রেড অ্যালার্ট রয়েছে। ব্যক্তিমালিকানাধীন ঝুঁকিপূর্ণ ভবনগুলো ঝুঁকিমুক্ত করতে চাইলে সিটি করপোরেশন সহায়তা করবে। আর সরকারি ভবনগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কতার জন্য অবহিত করা হবে।’

রোববার বেলা সাড়ে তিনটায় মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল ঝুঁকিপূর্ণ ২৪টি স্থাপনার তালিকা প্রকাশ করে অভিযান পরিচালনায় তিনি এ কথা বলেন।

সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ দিয়ে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট শহর ও সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের ঝুঁকিভেদে বাংলাদেশকে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ তথা প্রথম বলয়েই সিলেটের অবস্থান। সিলেটের প্রায় ৫৪ কিলোমিটার দূরে ডাউকিচ্যুতির (ডাউকি ফল্ট) অবস্থান হওয়ায় এখানে ঝুঁকির মাত্রা বেশি। এখন থেকেই যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখা প্রয়োজন।