• জুন ৬, ২০২১
  • শীর্ষ খবর
  • 222
সিলেটে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান

নিউজ ডেস্কঃ সিলেটে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অবিরাম কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)-৯ ও জেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় রোববার (৬ জুন) স্বাস্থ্যবিধি না মানায় ওসমানী মেডিকেল এলাকায় দুটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা ও সিলেট-কুলাউড়া রুটের দুটি বাসে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানায়, রোবববার দুপুরে অভিযান চালিয়ে ওসমানী মেডিকেল এলাকার জমিদার রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, হোটেল আল মনসুরকে ১০ হাজার টাকা ও সিলেট-কুলাউড়া রুটের দুটি বাসে ৩ হাজার টাকা- এই মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।